কিভাবে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করবেন, বিস্তারিত জানুন

নিজস্ব প্রতিবেদন:- কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ‘ওয়ান নেশন,ওয়ান রেশন কার্ড'(one nation,one ration card)।এই প্রকল্পে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করতে হবে।বাজারে একাধিক জাল রেশন কার্ড রয়েছে। সেই সমস্ত জালিয়াতি রুখতেই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ।ইতিমধ‍্যেই সুপ্রিম কোর্ট সমস্ত রাজ‍্যগুলিকে নির্দেশ দিয়েছে এই প্রকল্প কার্যকর করার।নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েও দেওয়া হয়েছে ১ জুলাই থেকে সেই কাজ শুরু হবে।নির্দিষ্ট সংস্থা এই কাজ করলেও তাদের সবরকমভাবে জেলাশাসকদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন খাদ্য সচিব।

কিভাবে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করবেন,বিস্তারিত জানুন-

১. আধার কার্ড ও রেশন কার্ড লিঙ্ক করার জন্য প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের নির্দিষ্ট ওয়েবসাইট food.wb.gov.in-টি খুলুন।

২.এবার ওয়েবসাইটটি ওপেন হলে, স্ক্রিনের বাঁ দিকের ‘Service’ সেকশনে গিয়ে ‘Ration Card’ অপশনটি সিলেক্ট করুন।

৩.একটু নীচে দিকে স্ক্রল করে ‘Apply For Updation Of Mobile Number And Aadhaar Card For Already Exiting Ration Card’ অপশনে ক্লিক করুন।

৪.ক্লিক করার পর যে নতুন পেজটি খুলবে সেখানে নিজের ফোন নম্বর (রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকুক বা না থাকুক) এন্টার করে ‘Get OTP’ অপশন বেছে নিন।

৫. এক্ষেত্রে যদি আপনার কোনো ফোন নম্বর রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকে এবং ঠিক কোন নম্বর সংযুক্ত আছে তা আপনার স্মরণে না থাকে, তাহলে স্ক্রিনের একদম নিচে ‘I don’t know which mobile number I have in my Ration Card’ অপশনে ক্লিক করে নিজের রেশন কার্ড নম্বর সেখানে লিখুন।

৬.আপনার মোবাইল নম্বরটি ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর স্ক্রিনে প্রদত্ত রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে রেশন কার্ড নম্বর দিন।এক্ষেত্রে আপনার পরিবারের যে কোনো একজনের রেশন কার্ডের নম্বর দিলেই আপনার পরিবারের কতজন সদস‍্য রয়েছেন,সম্পূর্ণ তথ‍্য প্রদর্শিত হবে।

৭. এরপর স্ক্রিনে আপনার অ্যাকাউন্টের কিছু তথ্য প্রদর্শিত হবে।সেখান থেকে নির্দিষ্ট সেকশনে ক্লিক করে নিজের বা পরিবারের কোনো সদস্যদের আধার নম্বর এন্টার করুন।এরপরেই আধার কার্ডটি আপলোড করার অপশন থাকবে।সেখানে ক্লিক করে আধার কার্ডটি আপলোড করতে হবে।মনে রাখবেন,আধার কার্ডটি JPG ফাইলে ১০০ KB এর নিচে হতে হবে।১০০ KB এর বেশি হলে আপলোড নেবে না।এরপর দিতে হবে জন্ম তারিখ।এক্ষেত্রে পরিবারের একজন সদস্যের আধার কার্ড ও রেশন কার্ড লিঙ্ক করালেও অন্যান্য সদস্যদের জন্মতারিখ দিতে হবে।সমস্ত তথ‍্য দেওয়ার পর ‘Submit’ করুন।

৮. এরপর দিতে হবে আপনার বাড়ির ঠিকানা।সমস্ত তথ্য দেওয়ার পর যে পেজটি ওপেন হবে তাতে ‘GET OTP’ একটি অপশন থাকবে।সেই অপশনে ক্লিক করলে আপনার কাছে একটি OTP আসবে।ওই ওটিপি নাম্বারটি বসিয়ে ‘submit’ অপশনে ক্লিক করতে হবে।

এভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বসেই আপনি রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন।

আধার কার্ড ও রেশন কার্ড লিংক হয়েছে কিনা কীভাবে চেক করবেন?

১. আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক হয়েছে কিনা পরীক্ষা করার জন্যও খাদ্য দফতরের food.wb.gov.in ওয়েবসাইটে যান এবং হোম পেজ থেকে ‘Ration Card’ অপশন সিলেক্ট করুন।

২. এরপর ‘Verify Ration Card’ বা ‘Verify e-RC/DRC’ অপশনে যান।

৩. এবার একটি নতুন পেজ ওপেন হলে তাতে প্রয়োজনীয় তথ্য দিন।

৪. সবশেষে রেশন কার্ডের ক্যাটাগরি ও কার্ড নম্বর দিয়ে ক্যাপচা কোড এন্টার করুন এবং স্ট্যাটাস চেক করুন।

ফর্ম ফিলাপ করার দু-তিন দিন পর উপরিউক্ত পদ্ধতিতে চেক করলেই আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক হয়েছে কিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 13 =