কিষাণ মান্ডিতে ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্যা।
শুক্রবার আচমকাই ধূপগুড়ি ব্লকের ঝুমুরের কিষাণ মান্ডিতে ধানের ক্রয় কেন্দ্র পরিদর্শন করেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্যা মিতালী রায়।তার সঙ্গে ছিলেন ধূপগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খদ্বীপ দাস,কৃষি অধিকর্তা তিলক বর্মন।এদিন সকলেই কিষাণ মান্ডির বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং কৃষকদের অভাব-অভিযোগের কথা শোনেন।প্রতিবছর এই ব্লকে উৎপাদিত ধান ধূপগুড়ি কিষাণ মান্ডিতে সরকারিভাবে ক্রয় করা হয়।এদিন কৃষকরা প্রশাসনিক আধিকারিকদের সামনে পেয়ে তাদের সমস্যার কথা জানান। কৃষাণ মান্ডিতে ফড়েদের প্রাধান্য বেশি দেওয়া হয় বলে অভিযোগ করেন কৃষকরা।মজুত করা ধানের বস্তা খুলে গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন মিতালী রায়। কৃষকদের যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে আধিকারিকদের নির্দেশ দেন তিনি।