বলাগড় থানার সামনে থেকে শ্রীপুর বাজার পর্যন্ত মিছিল করলো বিজেপি। বলাগড়ের বিজেপি নেতা বেচু নায়েক এদিনের মিছিলের নেতৃত্ব দেন।বিজেপি নেতা বেচু নায়েক বলেন,” মানুষের কাছে সমাজসেবী সেজে পরিচয় দিয়েছিলেন। কিন্তু আসলে একটা ধাপ্পাবাজ দলের লোক।চাকরী দেওয়ার নাম করে গরীব মানুষদের কাছ থেকে কুন্তল ঘোষ যে টাকা তুলেছেন তা অবিলম্বে ফেরত দিতে হবে এবং তার শাস্তি দিতে হবে।এই দাবী তেই আমরা মিছিল করছি”।