কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে, আহত ১।
বসিরহাট মহকুমার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর বাজারের ঘটনা।বছর ৫০ এর মোফাজ্জল হক ওরফে আকু বাইকে করে রাত ১০.৩০ মিনিট নাগাদ চাঁপাপুকুর থেকে আঁকিপুরে নিজের বাড়িতে ফিরছিলেন।সেই সময় রাস্তায় ৮ থেকে ১০ জন সশস্ত্র দুষ্কৃতী গাড়ি থামিয়ে তাকে এলোপাথাড়ি কোঁপাতে শুরু করে।মৃত্যু নিশ্চিত করতে মাথায় এবং বুকে বেশ কয়েক রাউন্ড গুলিও করে ওই দুষ্কৃতীরা।তার সাথে থাকা আরও এক তৃণমূল কর্মী হাফিজুর গাজীকে গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়।এই ঘটনার পরেই বৃহস্পতিবার রাত থেকেই এলাকা থমথমে।এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।তদন্ত শুরু করেছে মাটিয়া থানা পুলিশ প্রশাসন। মৃতার স্ত্রী জানান, এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সেই কারণেই তাকে খুন হতে হয়েছে বলেই অভিযোগ। এর সঙ্গে যারা জড়িত
সেই দোষীদেরকে চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় গোটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেছে।