কুয়ো থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন ২ নং ঘুমটি এলাকার ঘটনা । কুয়ো থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে,শনিবার সকালে ওই কুয়োতে জল তুলতে গেলে লক্ষ্য করে এক ব্যক্তির দেহ কুয়োর ভিতর আটকে রয়েছে। খবর পেয়ে এলাকায় ভিড় জমান বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় এক ব্যক্তি জলে নেমে সেই দেহ উদ্ধার করার চেষ্টা করে দমকলের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করা হয়।পরিবার সূত্রে জানা গেছে ,মৃত ব্যক্তির নাম গোলাম মোহাম্মদ বয়স আনুমানিক ৪০।ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
