কৃষকের মজুত করা চিনা বাদামে আগুন ঘটনায় চাঞ্চল্য এগরায়
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কশবা এগরা গ্রাম পঞ্চায়েতের মহাবিশ্রা এলাকায়।
জানা গেছে, এগরা ১ নং ব্লকের মহাবিশ্রা গ্রামের কৃষক মাধব মান্না । তার পাঁচ বিঘা জমির চিনা বাদাম মাটি থেকে তুলে জমিতে মজুত করা ছিল প্রায় ৮০ বস্তা চিনা বাদাম। গতকাল মধ্য রাতে কেউ বা কারা তার মজুত করা চিনা বাদামে আগুন লাগিয়ে পালিয়ে যায়। যদিও ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত নেই। আমার কোন পারিবারিক শুত্রুতা নেই। সকালে এসে দেখেন তার মজুত করা চিনা বাদাম আগুনে জ্বলছে। কিন্তু ততক্ষণে আগুন গ্রাস করে নিয়েছে সব কিছু। আগুনে চিনা বাদামের পুরো চাষ ধ্বংস হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন এই কৃষক৷
ক্ষতিগ্রস্থ কৃষক জানান, প্রায় দেড় লক্ষ টাকার চিনা বাদাম মজুত ছিল আমার। এই চিনা বাদামে সারা বছরের সংসার চলতো।
চিনা বাদাম পুড়ে যাওয়ায় আমার সর্বনাশ হয়ে গেলো। যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় ভিলেজ পুলিশ।