কৃষি বিল প্রত্যাহার, খুশিতে দুর্গাপুরে মিষ্টিমুখ কৃষকদের।

কেন্দ্রের তিনটি বিতর্কিত কৃষিবিল নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। তবে শুক্রবার গুরু নানকের জন্মদিনে কেন্দ্রীয় কৃষিবিল প্রত্যাহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রাজনৈতিক মহল কার্যত কেন্দ্রের এই সিদ্ধান্তকে কৃষকদের জয় বলে দাবি করছেন।আর এই বিল প্রত‍্যাহারের সিদ্ধান্তে খুশি গোটা দেশের কৃষকরা।আর এই ঘোষণায় মিষ্টিমুখ করানো হল দুর্গাপুরের কৃষকদের।এদিন দুর্গাপুরের ভিড়িঙ্গি চাষীপাড়া এলাকার কৃষকদের মধ‍্যে মিষ্টি বিতরণ করা হয়। এদিন কৃষি জমিতে লাঙ্গল দিয়ে প্রতীকী চাষ করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি বিধান উপাধ্যায়, এলাকার কাউন্সিলর রমাপ্রসাদ হালদার ,দুর্গাপুর পুরসভার চেয়ারম্যান মৃগেন পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার কাউন্সিলার নিজেই মাঠে নেমে চাষের জমিতে কোদাল চালিয়ে এলাকার কৃষকদের উৎসাহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + three =