কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক করতে আসছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৯ ই ডিসেম্বর প্রশাসনিক বৈঠক করতে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনের আসছেন। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সবার আগে নড়েচড়ে বসল নদীয়া জেলা প্রশাসন।জেলা প্রশাসনের পক্ষ থেকে মায়াপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ইদ্রাকপুর যান,সেচ দপ্তরের আধিকারিক , মৎস্য দপ্তরের এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প যেগুলো রূপায়িত করা যেতে পারে যেখানে ইদ্রাকপুর চারিদিকে জল প্রায় ১০ হাজার মানুষের বাস তারা নিজেদের উদ্যোগেই ওই জলের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করেছিল কিছুদিন আগেই। এবার সরকারিভাবে ওই রাস্তায় কিছুটা অংশ কেটে ব্রিজ তৈরির পরিকল্পনা সহ ইকো ট্যুরিজম করা যায় কিনা এবং মৎস্য দপ্তরের তরফ থেকে সেখানে ভেরি করে মৎস্য চাষের ব্যবস্থা করে কর্মসংস্থান করা যায় কিনা সেসব বিষয় খতিয়ে দেখলেন। খুশি এলাকার মানুষ।