কৃষ্ণনগর মাঝদিয়া হাইরোডে লরির ধাক্কায় মৃত ট্রাক্টর চালকের
নদীয়ার ভীমপুর থানার নতুন পাড়া কৃষ্ণনগর মাঝদিয়া হাইরোডে দুপুর আনুমানিক দেড়টা নাগাত লড়ি ও ট্রাকটারের সজোরে ধাক্কা মারে। জানাযায় ট্রাক্টর ও লরি দুটি মাজদিয়া থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। একই সাথে যাওয়ার সময় আগে যাওয়া ট্রাক্টর কে লরিটি অতিক্রম করার সময় ট্রাক্টর এর পেছনে সজোরে ধাক্কা মারে এবং তারপরই ট্রাক্টর উল্টে পড়ে যায় এবং ট্রাকটারের ড্রাইভার নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম সুজয় ঘোষ, পিতা গোপাল ঘোষ, বয়স আনুমানিক ২৯,ভীমপুর থানার পাকুর গাছি গ্রামের বাসিন্দা। এলাকাবাসীর দাবি অবিলম্বে স্পিড বেকার বা পুলিশের নজরদারি বাড়ানো হোক