কৃষ্ণনগর সোশ্যাল সাইটে তৃণমূল সভাপতির এই পোস্ট ঘিরে জল্পনা

কৃষ্ণনগর সোশ্যাল সাইটে তৃণমূল সভাপতির এই পোস্ট ঘিরে জল্পনা

“ভারতীয় স্বাধীনতা সংগ্রামী অভিষেক চ্যাটার্জি অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত, বিদ্রোহী আত্মার চিরশান্তি কামনা করি”, সোশ্যাল সাইটে তৃণমূল সভাপতির এই পোস্ট ঘিরে রীতিমতো তৈরি হয়েছে জল্পনা। অভিষেক চ্যাটার্জি কবে স্বাধীনতা সংগ্রামী হলো বলে কটাক্ষ নেটিজেনদের। যদিও পুরো বিষয়টি তার অজানা বলে দাবি তৃণমূল সভাপতি শিশির কর্মকারের। উল্লেখ্য দিন কয়েক আগে নদীয়ার কৃষ্ণনগর তৃণমূলের শহর সভাপতি শিশির কর্মকার তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়। যেখানে অভিষেক চ্যাটার্জি ছবি দিয়ে নিচে লেখা হয় “ভারতীয় স্বাধীনতা সংগ্রামী অভিষেক চ্যাটার্জি এর অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত, তার বিদ্রোহী আত্মার চিরশান্তি কামনা করি ও পরিবারের প্রতি সমবেদনা জানাই”। ইতিমধ্যেই তার পোস্ট ঘিরে বিতরকের সৃষ্টি হয়। ফেসবুকে নেটিজেনদের কটাক্ষের শিকার হন তৃণমূলের শহর সভাপতি। তাকে প্রশ্ন করা হয় অভিষেক চ্যাটার্জি কিভাবে স্বাধীনতা সংগ্রামী হলেন। যদিও বিষয়টি পুরোটাই তার অজানা ছিল বলে দাবি করেছেন শিশির কর্মকার। তিনি বলেন স্থানীয় একটি সংবাদ মাধ্যমের সঙ্গে তার চুক্তি হয় নির্বাচনের আগে প্রতিটি প্রচার তারা নিজের ফেসবুক সাইটে তুলে ধরবেন। ফেসবুক আইডি পাসওয়ার্ড ওই স্থানীয় সংবাদমাধ্যমকে দিয়ে দেন বলে তিনি জানান। তবে চুক্তি ছিল নির্বাচন হয়ে গেলে পোস্ট করা বন্ধ করে দিতে হবে। সেই অনুযায়ী নির্বাচনের পর পোস্ট বন্ধ হয়ে যায়। হঠাৎ অভিযোগ তারাই নতুন করে এই পোস্টটি তাকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করার জন্য না জানিয়েই করা হয়েছে। শিশির কর্মকারের দাবি ইতিমধ্যেই ওই স্থানীয় সংবাদ মাধ্যমে বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের বলা হয়েছে তারা ব্যক্তিগতভাবে যেন সোশ্যাল সাইটে এই পোস্ট করার জন্য ভুল স্বীকার করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − two =