কেউটিয়া পালপাড়ায় গুলিকান্ডে গ্রেফতার ২।

কেউটিয়া পালপাড়ায় গুলিকান্ডে গ্রেফতার ২।

ভাটপাড়া থানার অন্তর্গত কেউটিয়া পালপাড়া এলাকা থেকে গুড্ডু ও প্রমোদ সাউ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ।এদেরকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে।মঙ্গলবার দফায় দফায় দুষ্কৃতী হামলা হয়েছিল ভাটপাড়া থানার কেউটিয়া পালপাড়া এলাকায়।তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে ছিল দুষ্কৃতীরা। দুটি বাইক ভাঙচুর সহ চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। আর এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে ছিল ওই এলাকায়।মঙ্গলবার, রঞ্জিত বিশ্বাসের বাড়ির পুকুর পাড়ে মলত্যাগ করছিল পাশ্ববর্তী গঙ্গা ইঁট ভাটার বাসিন্দা গুড্ডু। তখন রঞ্জিত ঘটনার প্রতিবাদ করে। আর তারপরেই ফোন করে গুড্ডু বন্ধুদের ডেকে আনে এলাকায়।দুপক্ষের মধ্যে বচসা এমনকি হাতাহাতিও হয়। রাতে গুড্ডু দলবল নিয়ে রঞ্জিতের বাড়িতে আচমকা চড়াও হয়। রঞ্জিতকে ওরা এলোপাথাড়ি মারতে শুরু করে।বন্দুক দেখিয়ে তাকে ভয় দেখানো হয়। আর ভাইকে বাঁচাতে এসে আক্রান্ত দিদি শঙ্করী পাল। অভিযোগ, শঙ্করী দেবীর ছেলে স্নেহাংশু পালকে গুলি করার চেষ্টা করে দুস্কৃতিরা।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ভাটপাড়া থানার পুলিশ।৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দুই দুষ্কৃতীকে।এদিন তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =