কেতুগ্রামের নার্সের কব্জী কাটার ঘটনায় গ্রেফতার
কেতুগ্রামের নার্সের কব্জী কাটার ঘটনায় গ্রেফতার গতকাল রাত্রে কেতুগ্রাম থানার পুলিশ গ্রেফতার করে শেখ শরিফুল ওরফে শের মোহাম্মদ কে।
বুধবার নিয়ে আসা হল কাটোয়া মহকুমা আদালতে। পুলিশ ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে বিচারকের কাছে।