কেতুগ্রামের নার্স রেনু খাতুন এর কব্জি কাটার ঘটনায় গ্রেফতার ২
আশরাফ আলী শেখ, হাবিব শেখ নামে দুজনকে ধরা হয় মুর্শিদাবাদের ভরতপুর তালগ্রাম থেকে । পুলিশ সূত্র মারফত জানা যায় পায় এরা আজ ভোরে কেরালার উদ্দেশ্যে রওনা দিত । আজ ভোর রাতে এদের বাড়িতে গিয়ে গ্রেফতার করে কেতুগ্রাম থানার পুলিশ। এরা কেরালাতে শ্রমিকের কাজ করে আশরাফ আলী ও হাবিব শেখ। আজ তাদের কাটোয়া মহকুমা আদালতে তুললে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন কেতুগ্রাম থানার পুলিশ। বিচারক ৬ দিনের পুলিশ হেফাজত করেন।