কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে গণ অবস্থানে অধীর।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগের দাবিতে গণ অবস্থান মঞ্চে বসলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।সোমবার সাড়ে ১১ টা থেকে শুরু হয়েছে বহরমপুর কালেক্টরেট মোরে অবস্থান বিক্ষোভ।বহরমপুরের জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে অধীর চৌধুরী বলেন, লখিমপুরে কৃষক হত্যার ঘটনায় খুনির পক্ষে সওয়াল করেছেন অজয় মিশ্র।এর প্রতিবাদে গোটা ভারতবর্ষের পাশাপাশি মুর্শিদাবাদে গণ অবস্থান শুরু করেছে কংগ্রেস। এদিকে ওই ধরণা মঞ্চ নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ প্রশাসন। পুজোর সময় পুলিশের অনুমতি ছাড়াই গণ অবস্থান মঞ্চ করা হয়েছে বলে দাবি পুলিশের।