কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠক রাজ্যপালের
মঙ্গলবার রাতে দিল্লির যান বাংলার রাজ্যপাল জাগদীপ ধনখড় । বুধবার সকাল থেকেই তার একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করতে ছুটলেন তিনি ।প্রথমে তিনি দেখা করেছিলেন কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে , ঠিক তার পরেই কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল সঙ্গে দেখা করেন পাশাপাশি বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা রয়েছে এবং বৃহস্পতিবার তিনি দেখা করতে পারেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে রাজ্যপাল কেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি সঙ্গে দেখা করেছেন এবং তাদের কি জানাচ্ছেন । সূত্রে খবর ভোট পরবর্তী অশান্তি এবং রাজনৈতিক হিংসা এবং সেই হিংসা মানুষদের কথা তুলবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে সেইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়ে পরিকল্পনা পেশ করতে পারেন বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল মনে করছে রাজ্যপাল বিশেষ তাৎপর্যপূর্ণ দুদিন আগেই রাজভবনে বিজেপির বিধায়ক সঙ্গে বৈঠকের পর তিনি গেলেন দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করতে । এরাজ্যে হিংসা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এর আগে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পাঠিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন তিনি । সব মিলিয়ে রাজ্য রাজনীতির সম্পর্ক যে মধুর নয় তা বলার অপেক্ষা রাখে না এই পরিস্থিতি জগদীপ ধনখড়ের এর দুদিনের দিল্লি সফর রাজনৈতিক মহলে মোটেও হালকাভাবে নিচ্ছে না