কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় ২৭ কিলোমিটার মিছিল তৃণমূলের।
কেন্দ্রীয় সরকারের দুর্নীতি, দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি, ইডি এবং সিবিআইকে ব্যবহার করার প্রতিবাদে তৃণমূল। কেন্দ্রীয় সরকারের দুর্নীতির প্রতিবাদে তৃণমূলের তরফ থেকে এক মহা মিছিলের আয়োজন করা হয়। প্রায় ২৭ কিলোমিটার এই প্রতিবাদ মিছিল শুরু হয় বীজপুর থেকে।এই মিছিলে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী, নির্মল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের দাবি, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের দুর্নীতিকে বন্ধ করতে হবে। এছাড়াও দ্রব্যমূল্যের হ্রাস করতে হবে।
