কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ মিছিল ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ মিছিল ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিল ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অব্যাহত। প্রতিবাদ মিছিলে ডাকা হলো না তৃণমূলের সাংগঠনিক ব্লক সভাপতি কে। দল বিরোধী কার্যকলাপের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। আর এই প্রতিবাদ মিছিল নিয়ে শুরু হয়েছে চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ ও ব্লক সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তীর মধ্যে গোষ্ঠী কোন্দল। তৃণমূলের দুই নেতার গোষ্ঠি কোন্দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।
গতকাল গোটা রাজ্যের পাশাপাশি মালদার চাঁচলে শুরু হই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল। মোষ গাড়ির উপড়ে মোটর বাইক চাপিয়ে অভিনব কায়দায় পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে পথে নামেন চাঁচলের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। চাঁচোল বিধানসভার বিধায়ক নীহার রঞ্জন ঘোষের নির্দেশে আয়োজন করা হয় এই বিক্ষোভ মিছিলের। এই বিক্ষোভ মিছিল কে ঘিরে প্রকাশ্যে আসে শাসকদলের অন্তর্কলহ। ব্লক নেতৃত্ব কে না জানিয়ে এই মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলে ডাকা হয়নি চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সচিদানন্দ চক্রবর্তী, সহ-সভাপতি আফজাল হোসেন ও দেবব্রত সিংহ কে। ব্লক নেতৃত্বকে না জানিয়ে এই এই মিছিল যা নিয়ে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলেছেন তৃণমূলের ব্লক সভাপতি সচিদানন্দ চক্রবর্তী।তিনি বলেন, আজ পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আমি জানিনা। আমাকে এই প্রতিবাদ মিছিলে কেউ জানায়নি। ব্লক সংগঠনকে গুরুত্ব না দিয়ে দল বিরোধী কাজ করা হচ্ছে। আগামী ৩১ তারিখ রাজ্যের মন্ত্রী মালদা সফরে আসছেন। তার কাছে বিষয়টি আমরা তুলে ধরব।

               যদিও এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে বিজেপির মালদা জেলার যুব মোর্চা সহ সভাপতি সুমিত সরকার। তিনি বলেন, তৃণমূলের নেতাদের কে কেউ গুরুত্ব দেয় না। চাঁচলে ব্লক সভাপতি এবং বিধায়কের গোষ্ঠীদ্বন্দ্ব আছে এটা সবাই জানে। আজ মিছিল কে ঘিরে সেটা প্রকাশ্যে এসেছে। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + thirteen =