কেন্দ্র সরকারের নিষেধাজ্ঞা জেরে, হাজার হাজার গম বোঝাই লরি আটক

গম রপ্তানিতে নিষেধাজ্ঞা কেন্দ্র সরকারের। উত্তরবঙ্গের মালদা জেলার মহদীপুর ভারত-বাংলাদেশ সীমান্ত এবং দক্ষিণ দিনাজপুরের হিলি সহ বেশ কয়েকটি বন্দরে আটকে রয়েছে হাজার হাজার গম বোঝাই লরি। গম নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতির আশঙ্কা বলে প্রাথমিক অনুমান। এই মত অবস্থায় মাথায় হাত পড়েছে রপ্তানিকারকদের। এদিকে, মালদা জেলার মহদীপুর আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ স্থলবন্দরে বর্তমানে কয়েক হাজার গম বোঝাই লরি আটকে। প্রতিদিন মহদীপুর স্থলবন্দর দিয়ে ৩০০ থেকে ৪০০ পণ্যবাহী লরি রপ্তানির উদ্দেশ্যে ঢুকে বাংলাদেশে। কিন্তু কেন্দ্রীয় সরকারের গত ১২ ই মে গম রপ্তানিতে নিষেধাজ্ঞার জেরে হাজার হাজার গম বোঝাই লরি আটকে পড়েছে এই সীমান্তে। দেশের অভ্যন্তরীণ মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে এই নিষেধাজ্ঞা কেন্দ্রের বলে জানা গেছে। অন্যদিকে, এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার কো-অডিনেটর কমিটির রাজ্য সম্পাদক উজ্জল সাহা জানান, কেন্দ্রীয় সরকারের গম রপ্তানিতে নিষেধাজ্ঞার জেরে ল্যান্ড পোর্ট, সি পোর্ট, রেল পোর্ট এবং এয়ারপোর্টে লক্ষ লক্ষ টন গম আটকে পড়ে রয়েছে এর ফলে রপ্তানিকারকরা ক্ষতির মুখে পড়েছেন। ইতিমধ্যে বিষয়টি লিখিত আকারে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে জানানো হয়েছে। বিভিন্ন পোর্টে আটকে থাকা গমগুলি যাতে বাংলাদেশে রপ্তানি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 19 =