কেন্দ্র সরকারের বিরোধিতায় ভাটপাড়ায় পথে নেমেছে তৃণমূল।
কেন্দ্র সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, রান্নার গ্যাস মূল্য বৃদ্ধির প্রতিবাদে পাশাপাশি প্যাকেটজাত দ্রব্যের উপর জিএসটি লাগু করা সহ রেল বেসরকারিকরণের প্রতিবাদে এদিন রাস্তায় নেমেছে তৃণমূলের কর্মী সমর্থকেরা।ভাটপাড়া নদীয়া মিল থেকে শুরু করে আর্য সমাজ মোড় পর্যন্ত এক মহা মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন নৈহাটির বিধায়ক তথা সেচ ও জল বিভাগের মন্ত্রী পার্থ ভৌমিক। এছাড়াও এই মহা মিছিলে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম, বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী সহ তৃণমূলের একাধিক কর্মী সমর্থকেরা।
