কেরলে কাজ করতে গিয়ে ধূপগুড়ির যুবকের রহস্য মৃত্যু।

কেরলে শ্রমিকের কাজে গিয়ে ধূপগুড়ির যুবকের রহস্য মৃত্যু। খুনের অভিযোগ পরিবারের।ধূপগুড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর বৈরতিগুড়ির বাসিন্দা মৃত শ্রমিকের নাম সুবোধ রায়,বয়স ২৬।মৃত শ্রমিকের পরিবার সূত্রে জানা গিয়েছে,বেশ কিছুদিন আগে শ্রমিকের কাজে ওই যুবক কেরলে গিয়েছিলেন।সেখানে তার এক সহকর্মীর কাছে সে তার প্রাপ্য টাকা চেয়েছিল। পরিবারের অভিযোগ, টাকা চাওয়ায় রবিবার রাতে তাকে মদ্যপান করিয়ে ঘরে ঢুকিয়ে হত্যা করেন তার সহকর্মী।মৃত শ্রমিকের বাবা জানায়, পরিবারের তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়।পরবর্তীতে অভিযুক্ত যুবক নিজেই থানায় আত্মসমর্পণ করেন।মৃত্যুর ৬ দিন পর অবশেষে শনিবার সন্ধ্যা ৭ ৩০ মিনিট নাগাদ যুবকের বাড়িতে তার নিথর দেহ এসে পৌঁছায়‌। দেহ বাড়ি আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। অল্প বয়সী যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − three =