কোচবিহারে উদ্ধার বেআইনি মাদক, ঘটনায় গ্রেপ্তার ১

কোচবিহারে উদ্ধার বেআইনি মাদক, ঘটনায় গ্রেপ্তার ১

আবারও উদ্ধার বেআইনি মাদক। ঘটনাটি ঘটেছে কোচবিহারে।এই ঘটনায় গ্রেপ্তার ১। পুলিশ সূত্রে জানা যায়, প্রতিনিয়তই ফেনসিডিল সহ দুষ্কৃতি ধরা পড়ছে পুলিসের জালে। মঙ্গলবার রাতে গোপন সুত্রের খবরের ভিত্তিতে দিনহাটাগামী একটি ট্রাককে আটক করে। ট্রাক চালকের কথায় অসঙ্গতি ধরা পড়লে তল্লাশি চালান হয় ট্রাকে। তখন উদ্ধার হয় ২১ হাজার ফেন্সিডিলের বোতল। যার আনুমানিক বাজার দর ৪৫ হাজার টাকা। তৎক্ষণাৎ ট্রাক চালক অনিল কুমার যাদবকে আটক করে দিনহাটা থানার পুলিশ। ধ্ররতকে বুধবার তোলা হয়েছে কোচবিহার আদালতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =