‘কোথায় গোয়া, কোথায় হরিয়ানা, এক একটা বিক্ষুব্ধ নেতা ধরে পায়ঁতারা কষছেন।’ফের বিস্ফোরক তথাগত।
ফের টুইট করে বিস্ফোরক বিজেপি নেতা তথাগত রায়। এবার ট্যুইট বাণে ফের ব্যাঙ্গ করলেন বাংলার মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তথাগত রায়ের মন্তব্য , ‘শখ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী হবেন। এদিকে বাংলাভাষী ত্রিপুরা পর্যন্ত পিছলে গেল হাত থেকে। ‘
গতকালই মুম্বই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।এখন মহারাষ্ট্র সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।দেখা করেছেন একাধিক শীর্ষ নেতৃত্বদের সাথে।আর এসবের পরই তৃণমূলের এই কার্যকলাপকে ব্যাঙ্গ করেই তথাগত রায়ের আরো ট্যুইট, ‘কোথায় গোয়া, কোথায় হরিয়ানা, এক একটা বিক্ষুব্ধ নেতা ধরে পায়ঁতারা কষছেন। তা কষুন। কিন্তু এইসব নেতা ধরে আনার যে খরচ সেটা যে পশ্চিমবঙ্গবাসীর পকেট থেকেই যাচ্ছে তা যেন আমরা ভুলে না যাই।’