কোভিড টেস্ট রিপোর্টের জালিয়াতি,গ্রেফতার কল্যাণী মেডিকেল কলেজ ও জেএনএম হাসপাতালের স্বাস্থ‍্যকর্মী।

কোভিড টেস্ট রিপোর্টের জালিয়াতি,গ্রেফতার কল্যাণী মেডিকেল কলেজ ও জেএনএম হাসপাতালের স্বাস্থ‍্যকর্মী।
করোনা মহামারি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে।এই সংকটজনক পরিস্থিতিতেও রমরমিয়ে চলছে কোভিড টেস্টের রিপোর্টের জালিয়াতি চক্র।হাসপাতালে না গিয়ে ওই চক্রের মাধ্যমে ঘরে বসেই করোনা টেস্ট করিয়ে তার রিপোর্ট টাকার বিনিময়ে হাতে পেয়ে যাচ্ছিলেন অনেকেই।এক কথায় বলতে গেলে সরকারি হাসপাতালে এ যেন বেসরকারি পরিষেবা।পুলিশ খবর পেয়ে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে অবশেষে এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করেছে।ধৃতদের প্রতেকেই স্বাস্থ‍্যকর্মী।ধৃতদের মধ্যে মৃত্যুঞ্জয় রাম হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটর এবং বাকি দু’জন মোনালিসা বিশ্বাস ও অরূপ দাস কাঁচরাপাড়ার একটি ল্যাবের কর্মচারী।এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, টাকার বিনিময়ে বাড়িতে বসেই করোনা টেস্টের রিপোর্ট পাওয়া যেত।এমনকি কর্তৃপক্ষের সই জাল করে মোটা টাকার বিনিময়ে টেস্টের রিপোর্ট হাতে দিয়ে দেওয়া হচ্ছিল।কল্যাণী থানার পুলিশ ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + ten =