কোলকাতা যাওয়ার পথে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ দুর্ঘটনার কবলে।
ড্রাইভারসহ তিনজন সঙ্গী নিয়ে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ কলকাতা যাচ্ছিলেন। বলাগড়ের করলার মোড়ের কাছে একটি ডাম্পারের পেছনে ধাক্কা লাগে গুরুতর জখম হন এবং তাকে নিয়ে আসা হয় কানলা সুপার ফেসিলিটি হাসপাতালে। তারপর তার সি টি স্ক্যান করানো হচ্ছে।
