ক্যানিংয়ে লাগাতার চুরির কিনারা করল পুলিশ

ক্যানিং গত কয়েকদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকায় লাগাতার চুরির ঘটনা ঘটছিল। বাঁধ যাচ্ছিল না পুলিশ কর্মীর, ক্যানিং মহকুমা হাসপাতালে নার্স এর বাড়িতেও চুরি হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে ক্যানিং থানার পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর চুরির জিনিসপত্র, সোনা, রূপো থেকে শুরু করে ঘরের ব্যবহার্য ইলেকট্রনিক জিনিস গ্যাস ওভেন কাঁসা-পিতল সবকিছু উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরো তদন্ত করতে চাইছে ক্যানিং থানার পুলিশ। চুরির ঘটনা আরো কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস। পাশাপাশি এলাকায় চুরির ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই কারণে পুলিশি টহল বাড়ানো হয়েছে ক্যানিং থানা এলাকায়। যে হারে ক্যানিং এলাকায় দিনের পর দিন চুরি হচ্ছে সাধারণ মানুষজন যথেষ্ট ক্ষুব্দ পুলিশ প্রশাসনের উপর। স্থানীয় মানুষদের দাবি এক মাসে প্রায় ১১৪ থেকে ১৫ জায়গা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =