চন্দননগর সন্তান সংঘের মাঠে শুক্রবার বিকালে ক্রিকেট প্যাকটিস করার সময় একটি ক্যাচ ধরতে গিয়ে পরে যায়,জ্ঞান হারায়।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বাড়ি চন্দননগর কাঁটাপুকুর মসজিদতলা এলাকায়। দীপঙ্কর এলাকার খুবই জনপ্রিয় ছেলে ছিল।জানা গিয়েছে নাড়ুয়া হাইস্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিল দীপঙ্কর।অকস্মাৎ তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে চন্দননগরে।
দু বছর আগে এক দূর্ঘটনায় দীপঙ্করের দাদা মারা যায়।ছোটো ছেলের মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পরে বাবা মা।স্থানীয় কাউন্সিলর মোহিত নন্দী বলেন,প্রতিদিন মাঠে ক্রিকেট প্র্যাকটিস করে ছেলেরা।দীপঙ্করও করত।ভালো খেলার পাশাপাশি খুব ভালো খোল বাজাত।খুব ভালো ছেলে ছিল হঠাৎ যে কি হয়ে গেল।