কয়েক কোটি টাকার সোনা উদ্ধার হাওড়া স্টেশন থেকে।

হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের ২৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হয় কয়েক কোটি টাকার গয়না। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশন থেকে ললিত কুমার নামের এক ব্যক্তিকে আটক করে কর্তব্যরত আরপিএফ কর্মীরা। ধৃতের কাছে থেকে ৫ কেজি ১৩৫ গ্রাম সোনা উদ্ধার হয়। যার আনুমানিক বাজার ২ কোটি ৬১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। এছাড়াও ওই ব্যক্তির থেকে ৪৭ হাজার নগদ অর্থ উদ্ধার করে আরপিএফ আধিকারিকরা। মোট ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকার মূল্যের সম্পদ উদ্ধার হয় ঔ ব্যক্তির থেকে। রেল পুলিশের জেরার মুখে তাঁর থেকে উদ্ধার হওয়া সামগ্রীর কোনো কাগজপত্র ও সন্তোষজনক উত্তর না দিতে পাড়ায় তাঁকে গ্রেফতার করে হাওড়া আরপিএফের আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে আইন মোতাবেক মামলা রুজু করা হয়েছে বলেই আরপিএফ সূত্রে খবর। ধৃতকে জেরা কোনো সে কোথা থেকে এতো বড়ো মূল্যের সোনা আর নগদ টাকা নিয়েছে তা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি কাকে দেওয়ার জন্য এই বিপুল অংকের সামগ্রী নিয়ে যাচ্ছিলো তাও জানার চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে অন্ত রাজ্য অথবা আন্তর্জাতিক পাচার চক্র জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখছে রেল পুলিশেট তদন্তকারী আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + fifteen =