কয়েক লক্ষ টাকার গাঁজা ক্ষেত কাটল গোপালনগর থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার ওসি, সি আই গাইঘাটা ও বিডিও বনগাঁর নেতৃত্ব আজ বিকালে গোপালনগর থানা এলাকার কয়েকটা গ্রামে হানা দিয়ে গাঁজা গাছ কাঁটলো পুলিশ। পুলিশ জানিয়েছে যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে এই গাছের চাষ হয় এই এলাকায়৷ তবে কে বা করা চাষ করছে গাঁজা গাছ সেই প্রশ্নে স্থানীয়দের বক্তব্য, যাদের বাহু বল আছে তারা চাষ করে। সি আই গাইঘাটা বলেন, কয়ক লক্ষ টাকার গাঁজা গাছ কাটা হয়েছে। কারা এই এলাকায় এই গাছের চাষ করছে তা খরিয়ে দেখা হচ্ছে।