খড়গপুর আইআইটির ক্যাম্পাসের একটি ছাত্রাবাসে এক ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ২৩ বছরের ওই ছাত্রের নাম ফয়জাল আহমেদ। আইইউটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ফয়জাল। বাড়ি আসামের তিনসুকিয়া এলাকায়। শুক্রবার আইআইটির লালা লাজপথ রায় ছাত্রাবাসের একটি রুম থেকে উদ্ধার হয় আইআইটি পড়ুয়ার দেহ।
আইআইটি সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের দেহ যে ঘর থেকে উদ্ধার হয় সেই ঘর থেকে দিনদু য়েক ধরেই দুর্গন্ধ বেরোচ্ছিল। ঘরের সামনে গিয়ে দেখা যায় ঘরটি ভেতর থেকে বন্ধ। ডাকাডাকির পরেও সাড়া না মেলায় কয়েকজন ছাত্র রুমের দরজায় ধাক্কা মারে। আলতো চাপ দিতেই খুলে যায় দরজা। দেখা যায় মেঝেতে উপুড় হয়ে পড়ে রয়েছে মৃত ওই ছাত্র। এরপরই খবর দেওয়া হয় আইআইটি রক্ষীদের। খবর যায় খড়গপুর টাউন থানায়। হিজলি আউটপোস্টের পুলিশকর্মীরা এসে মৃত ওই ছাত্রের দেহ নিয়ে যায় খড়গপুর মহকুমা হাসপাতালে। কীভাবে মৃত্যু তা নিয়ে ধন্দে পুলিশ। এখনও পর্যন্ত পরিবারের সদস্যরা এসে পৌঁছায়নি খড়্গপুরে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − nine =