পরশু দিনেই দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে পদত্যাগ করতে বলা হয়েছিল কিন্তু সেই নির্দেশ পাওয়ার পরেও সংবাদ মাধ্যমে বেফাস মন্তব্য করে বিপাকে পড়লেন খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার তিনি বলেন শুধু দল নয় দলের বাইরেও কিছু লোক তার বিরুদ্ধে চক্রান্ত করেছে অনেক কাউন্সিলর তার বিরুদ্ধে সই না করতেও না চাইলে কোন শক্তির কাছে তারা নত হয়েছে । চাপের কাছে তারা আমার বিরুদ্ধে সই করেছে । দল বিরুদ্ধে এমনটাই মন্তব্য করে কয়েক ঘন্টা কাটতেই না কাটতে প্রদীপ সরকার কে খড়গপুর পুরসভার পথ থেকে সরে যাবার নির্দেশ দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কর্ডিনেটর তথা পিংলার বিধায়ক অজিত মাইতি । অজিত মাইতি তার বাড়িতে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের জাপনিয়ে দেন দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে তাকে আজ বা কালকের মধ্যেই খড়গপুর পুরসভার পৌর পিতার পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে তাকে দল অন্য কাজে ব্যবহার করবে বলে জানান তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি ।