খড়দহ মানব কল্যাণ মঞ্চের উদ্যোগে আজ প্রতিবন্ধী শনাক্তকরণ ও সার্টিফিকেট প্রদান কর্মসূচী পালিত হল।
দেতীয়া সপ্তগ্রাম হাই মাদ্রাসা স্কুলে আয়োজিত হল বিশেষ এই কর্মশালা। অধ্যাপক সংসদ সৌগত রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় ডক্টর বিএন বসু হাসপাতালে সহযোগিতায় আয়োজিত এই প্রতিবন্ধী শনাক্তকরণ ও সার্টিফিকেট প্রদান কর্মসূচিতে শতাধিক প্রতিবন্ধী মানুষকে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রতিবন্ধী সার্টিফিকেট প্রদান করা হয়। এদিনের এই বিশেষ কর্মসূচিতে হাজির ছিলেন বিধায়ক রাজীব লোচন সোরেন, মৃত্যুঞ্জয় মুর্মু, পরেশ মুর্মু কৃষ্ণ গোপাল ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকের এই বিশেষ কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের সভাপতি শুকুর আলী পুরকায়েত জানালেন দু বছর আগে শুরু হয়েছিল এই বিশেষ কর্মসূচি তবে দেশে অতিমারির কারণে গত দু’বছর সংঘটিত হয়নি প্রতিবন্ধী শনাক্তকরণ ও সার্টিফিকেট প্রদান কর্মসূচী। পরিস্থিতি স্বাভাবিক হতেই পুনরায় শুরু করা হয়েছে বিশেষ এই উদ্যোগ।