খড়দহ রহড়া রামকৃষ্ণ মিশন পরিদর্শনে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জ্যোতিরাদিত‍্য সিন্ধীয়া।

কেন্দ্রীয় অসামরিক বিমান প্রতিমন্ত্রী জ্যোতিরাদিত‍্য সিন্ধীয়া পৌঁছোলেন খরদহ রহড়া রামকৃষ্ণ মিশন মঠে।মঠের মহারাজকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করলেন মন্ত্রী।কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীকে এক অন্য মেজাজে দেখা গেল এদিন। পথ চলতে চলতে হঠাৎই তিনি রামকৃষ্ণ মিশনের পোশাক তৈরীর ঘরে ঢুকে পড়েন এবং সেখানে তিনি পোশাক তৈরির কারিগরদের সাথে কুশল বিনিময় করেন মন্ত্রী।তারপর সেখান থেকে রামকৃষ্ণ মিশন ছাত্রাবাসের দিকে এগিয়ে যেতেই পথে ছাত্রাবাসের এক শিশুকে আলিঙ্গন করেন ও শিশুটিকে কোলে তুলে নিয়ে গোটা ছাত্রাবাস ঘুরে দেখেন। পাশাপাশি রামকৃষ্ণ মিশনের ছাত্ররা ছাত্রাবাসে কিভাবে থাকে তও শুনলেন তিনি। প্রায় ৪৫ মিনিট রামকৃষ্ণ মিশন মঠে সময় কাটান কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।এরপর তিনি জানান রামকৃষ্ণ মিশন মঠে আসতে পেরে তিনি ধন্য।পরবর্তী সময়ে সুযোগ হলে তিনি আবার এই রামকৃষ্ণ মিশন ও মঠে আসবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =