খড়্গপুরে শুটআউট, গুলিবিদ্ধ প্রদীপ সরকারের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী প্রাসাদ ,

ফের শুট আউট রেলশহর খড়্গপুরে। সোমবার রাত্রি ১০ টা নাগাদ চলল গুলি,গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভেঙ্কট রাও ওরফে প্রসাদ রাও নামে বছর ৪২ এর তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটে খড়্গপুর ওল্ড সেটেলমেন্ট মাতা মন্দিরের সামনে। সেখানেই স্কুটি নিয়ে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন প্রসাদ। স্কুটিতে করে মুখঢাকা তিন যুবক এসে, প্রসাদকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে খড়্গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছেছেন পৌরপ্রধান প্রদীপ সরকার সহ অন্যান্যরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়্গপুর টাউন থানার পুলিশ।
জানা গেছে, গত ১৫দিন আগে ব্যাংকক গিয়েছিলেন সোমবার সকালেই খড়্গপুরে এসে পৌঁছেছিলেন প্রসাদ। তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। একসময় শ্রীনু নাইডু’র ঘনিষ্ঠ ছিলেন এই প্রসাদ, বলছেন অনেকেই। সোমবার রাতে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলেই প্রসাদের মৃত্যু হয় বলেও জানা গেছে। ঘটনা ঘিরে রেল শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুষ্কৃতীদের ধরতে পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে, কি কারণে গুলি এখনও জানা যায়নি। প্রাথমিক অনুমান, পুরানো শত্রুতার জের হতে পারে, ঘটনার তদন্তে নেমেছে টাউন থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =