খাট ভেঙ্গে পড়ে গিয়ে বিপত্তি শুভেন্দুর,দলীয় কর্মীদের সহায়তায় রক্ষা পেলেন অল্পের জন্য।

ময়নাগুড়ির নির্যাতিতা কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিপত্তি ঘটলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির ১৭ জন বিধায়ক যান নির্যাতিতার বাড়িতে।বিরোধী দলনেতা ওই নির্যাতিতা নাবালিকার বাড়িতে ঘরে ঢুকে খাটে বসতেই খাট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।তারপর সঙ্গে সঙ্গেই তার অনুগামীরা শুভেন্দুকে পাঁজা কোলা করে তোলেন।বিরোধী দলনেতার সেরকম কোন আঘাত লাগেনি।এদিন বিজেপির প্রতিনিধি দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পৌঁছায় নির্যাতিতার বাড়িতে।তার অনুগামীরা তাকে ঘরে ঢুকিয়ে খাটে বসতে দেয় নির্যাতিতার পরিবার।ঠিক সেই সময়ে খাটে বসতেই তিনি পড়ে যান।তিনি হতভম্ব হয়ে পড়েন এবং ধাতস্থ হতে কিছুটা সময় লাগে তার। তারপর তিনি কথা বলেন তাঁর পরিবারের সঙ্গে।কিছুদিন আগে এক বিক্ষোভ কর্মসূচিতে সিউড়িতে গিয়ে পুলিশের ব্যারিকেড পড়ে চোট পেয়েছিলেন পায়ে।স্থানীয় নার্সিংহোমে তার পায়ের চিকিৎসা করাতে হয়।পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিলেন চিকিৎসকরা।এদিন ফের আরো একবার বিপত্তির মধ্যে পড়তে হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =