পুলিশ সূত্রে খবর অনুযায়ী জামুরিয়া থেকে রানীগঞ্জ যাওয়া ওই একি রাস্তায় বিজপুর সংলগ্ন এরিয়ায় নাকা চেকিং হচ্ছিল গত কাল রাতে বেলায় ,
জানা যায় সেই নাকা চেকিংয়ের সময় একটা খাদ্য সামগ্রিক বহনের গাড়ি দাঁড় করানো হয় এবং চেক করা হয়, এরপর খাদ্য সামগ্রী গাড়ির পেছনের গেট খুলতেই পুনরায় অবাক হয়ে যান নাকা চেকিং করা পুলিশ আধিকারিকরা ,
গেট খুলতে দেখা যায় খাদ্য সামগ্রী গাড়িতে ভর্তি বস্তায় বোঝাই করা অবৈধ কয়লা , যাতে আনুমানিক প্রায় চার টোনের মতো অবৈধ কয়লা আছে ,
পুলিশ সূত্রের খবর অনুযায়ী গত কালকে রাত্রে যখন জামুড়িয়া থেকে রানীগঞ্জ যাওয়ার রাস্তাই বিজ্পুরের সামনে নাকা চেকিং চলছিল তখনই এই গাড়ি ধরা পড়ে , যেহেতু বেশ কয়েকদিন আগে এই রকম একই গাড়ি ধরা পড়েছিল ওই নাকা চেকিংয়ের সময় , এও জানা যায় এই গাড়িতে দুজন ধরা পড়েছে জামুড়িয়া থানা পুলিশ , যেখানে একজনের নাম শুরোজ কুমার দাস কলকাতার বাসিন্দা এবং এও জানা যায় এই গাড়ীচালক , অপর আরেকজন জামুড়িয়ার বগড়ার বাসিন্দা তারক মন্ডল এই দুজনকে গাড়ির সঙ্গে অ্যারেস্ট করে জামুড়িয়া থানা পুলিশ এবং আজ তাদেরকে আসানসোল আদালতে পাঠানো হবে !
যেখানে জানা যায় এই গাড়িটি হুগলি তামান্না ফুডস প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের গাড়ি !
এবং পুলিশ সূত্রে জানা যায় তাদেরকে সাতদিনের জন্য পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে !!