চিকিৎসকের উদ্যোগে পথ শিশুদের নিয়ে খিদিরপুরে হেস্টিং ক্রসিং ব্রিজের নিচে ১০ ফুট বাই ২০ ফুটের বিশাল বড় জায়গায় মশারি টানিয়ে তার ভেতর ফুটবল খেলার আয়োজন করেছে। ডেঙ্গি থেকে বাঁচতে মশারি,আর খেলার জন্য ফুটবল দুটোই বিনামূল্যে দিচ্ছেন এই ডাক্তার বাবু।
ডাক্তারবাবু চান ওরা ফুটবল খেলুক। কিন্তু মশার কামড় যেন না খায়। খেলতে গিয়ে ডেঙ্গি যাতে না হয় তাই একটা ছোট মাঠের সমান মাপের মশারি অর্ডার দিয়ে করিয়ে দিলেন ডাক্তার অজয় মিস্ত্রি। সঙ্গে দিলেন না না দেশের জার্সি পতাকা। আর ফুটবল।