প্রতীক্ষার আর এক মাস। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই মুহূর্তে জোর কদমে চলছে প্রস্তুতি। তার মাঝেই এদিন খুঁটি পূজার মধ্যে দিয়ে ঢাকে কাঠী পড়ে গেল হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পিপলা রামকৃষ্ণ ফ্যানস ক্লাবে। এই দিন খুঁটিপূজা উপলক্ষে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান, রামকৃষ্ণ ফ্যান্স ক্লাবের সম্পাদক বুলবুল খান সহ ক্লাবের সভাপতি এবং সদস্যবৃন্দ। প্রত্যেক বছরই এই ক্লাব তাদের পুজোতে চমক দেয়। এই বছরেও তার অন্যথা হচ্ছে না। যার প্রস্তুতি শুরু হয়ে গেল বুধবার থেকে। এই বার পুজোর মূল আকর্ষণ বিরাট দুর্গা প্রতিমা। পূজা উদ্যোক্তারা মনে করছেন এই প্রতিমা উত্তরবঙ্গের সব থেকে বড় দুর্গা প্রতিমা হবে। প্রায় ৬০ ফুট লম্বা প্রতিমা হচ্ছে এবার পিপলা রামকৃষ্ণ ফ্যানস ক্লাবে। এছাড়াও থাকছে চিত্তাকর্ষক থিম এবং আলোকসজ্জা। পুজোর আনুমানিক বাজেট প্রায় দশ লক্ষ টাকা। প্রত্যেক বছরই এলাকাবাসীর নজর থাকে এই পুজোর উপর। দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে পূজা মন্ডপে। উদ্যোক্তারা মনে করছেন এই বছর মানুষের আকর্ষণ আরো বেশি থাকবে। সব থেকে বড় দুর্গা দেখতে ভীড় হবে এলাকাসহ পার্শ্ববর্তী এলাকার মানুষদের। সেই কথা মাথায় রেখে চলছে প্রস্তুতি।