খুন হননি আমতার ছাত্র নেতা আনিস খান।

পর থেকে নিচে পড়েই ছাত্র নেতার মৃত্যু হয়েছে। চার্জশিটে দাবি করল সিট। ওই চার্জশিট আজ উলুবেড়িয়া আদালতে পেশ করা হয়েছে। চার্জশিটে আমতা থানার এএসআই তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তী, এএসআই, এক হোমগার্ড এবং দুই সিভিল ভলান্টিয়ারের নাম রয়েছে।
আনিশ কান্ডে আমতা থানার তৎকালীন ওসি সহ ১ এ এস আই, ১ হোমগার্ড, ২ সিভিক ভলেন্টিয়ার মোট ৫ জনের বিরুদ্ধে উলুবেড়িয়া মহকুমা আদালতে চার্জশিট জমা দিল সিট। কাশিনাথ বেরা। (হোমগার্ড) দেবব্রত চক্রবর্তী (ওসি)নির্মল দাস,(এ এস আই),প্রীতম ভট্টাচার্য, (সিভিক),সৌরভ কাঁড়ার, (সিভিক)ধারা ৩৪১,৩৪২,৪৫২,৩০৪/A,১২০B।তবে সিট চার্জশিট জমা দিলেও, আদালতের নজরদারিতে সি বি আই তদন্তের দাবিতে অনড় মৃত আনিশের বাবা সালেম খান। সিটের তদন্ত ও চার্জশিটে খুশি নয় সালেম খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + twelve =