খেজুরিতে বিস্ফোরণের ঘটনায় এনআইএর হাতে গ্রেপ্তার প্রধানসহ ৩ জন
খেজুরি থানার পশ্চিম ভাঙনমারি গ্রামে বোমা বিস্ফোরণে এক জনের মৃত্যুর ঘটনায় সোমবার রাতে খেজুরি-২ ব্লকের তৃণমূল পরিচালিত জনকা পঞ্চায়েতের প্রধান ও দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল এন আই এ। সোমবার বিকেলে তাদের চন্ডিপুরে এনআইএ ক্যাম্পে ডাকা হয়েছিল। সেখানে জেরা করার সময় পঞ্চায়েত প্রধান তথা জনকা অঞ্চল তৃণমূল সভাপতি সমর শংকর মন্ডল ও বুথস্তরের তৃণমূল কর্মী শেখ আরিবিল্লা ও শেখ শহিদুলকে গ্রেপ্তার করা হয়। গত ৩রা জানুয়ারি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। দুজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনায় এনআইএ তদন্ত করছে। প্রায় ৫০ জন তৃণমূল কর্মী, নেতাকে নোটিশ দিয়েছিল এনআইএ। মঙ্গলবার এই তিনজনকে কাঁথি আদালতে তোলা হবে।
