খেজুরি বোমা বিস্ফোরণকাণ্ডে আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার NIA এর।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ (NIA)। রবিবার প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মী রতন প্রামাণিককে গ্রেফতার করেন তাঁরা। ধৃত যুবকের বাড়ি খেজুরি থানার পশ্চিম ভাঙনমারী এলাকায়। এর আগে এই বোমা বিস্ফোরণকাণ্ডে আরও তিন তৃণমূল নেতাকর্মীকে গ্রেফতার করেছিল এনআইএ৷ স্বভাবতই, একের পর এক তৃণমূল নেতা, কর্মী গ্রেফতার হওয়ায় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কর্মী থেকে নেতৃত্বরা।

সূত্রের খবর,গত ৩ জানুয়ারি খেজুরি পশ্চিম ভাঙনমারী বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে দু’জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়। জখম হন আরও কয়েকজন৷ বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছিল৷ এরপর ঘটনাস্থলে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই এনআইএ (NIA) তদন্তের দাবি জানান তিনি। তারপরেই তদন্তের ভার নেয় এনআইএ।

তদন্তে নেওয়ার পর এনআইএ-র (NIA) আধিকারিকেরা খেজুরি সহ বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন। একাধিক নথি সংগ্রহ করেন। গত ২৬ এপ্রিল তদন্তে নেমে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান সমরশঙ্কর মণ্ডল এবং দুই তৃণমূল কর্মী শেখ আরিফ বিল্লা ও শহিদুল আলি খানকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তৃণমূলের প্রধান সহ কর্মী গ্রেফতার হওয়ার পর রীতিমতো এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়। গ্রেফতার তিনজনকে কলকাতায় একটি আদালতে হাজির করে এনআইএ (NIA)। রবিবার আবারও ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল এনআইএ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =