গঙ্গায় স্নান করতে এসে তলিয়ে গেল এক মাধ্যমিক ছাত্র।
গতকাল বিকেল থেকে ওই ছাত্রের খোঁজে এখনো তল্লাশি চলছে। ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার মির্জাপুর কাজীপাড়া গঙ্গা ঘাটে । পারিবারিক সূত্রে জানা গেছে, রাহুল শেখ(১৭) নামে ওই পড়ুয়া এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষার পর ছুটিতে বাড়িতেই ছিলেন রাহুল। শুক্রবার দুপুরে বেলডাঙ্গা বড়ুয়া কলোনির ওই ছাত্র দুই বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। এরপর থেকে রাহুল শেখের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানতে পেরে বেলডাঙা থানার পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে গঙ্গায় নামিয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত ওই ছাত্রের কোন খোঁজ পাওয়া যায়নি।