গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের।
শান্তিপুর থানা এলাকার নৃসিংহপুর মধ্য কলোনি এলাকায়,ঘটনা । জানা যায় বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার যুবক সায়ন সরকার তার একটি বন্ধুকে সাথে নিয়ে কালী পূজোর উপবাস করে শান্তিপুর নৃসিংহপুর গঙ্গার ঘাটে স্নান করতে যাই এর পরেই ঘটে বিপত্তি। দুই বন্ধু স্নান করার সময় হঠাৎই জলের স্রোতে তলিয়ে যায় সায়ন সরকার। সায়ন সরকারের বন্ধু চেষ্টা করলেও তাকে উদ্ধার করতে পারিনি, খবর জানাজানি হতেই ওই এলাকার বেশ কিছু মানুষ সায়ন সরকারকে উদ্ধারের জন্য জলে নেমে পড়েন কিন্তু তাও সায়নকে উদ্ধার করতে সক্ষম হয়নি। প্রায় ৪০ মিনিট পরে সায়নের দেহ গঙ্গার জলে ভেসে ওঠে তড়িঘড়ি এলাকার লোকজন শান্তিপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা সায়ন কে মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার পাশাপাশি শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।