এদিন দিলীপ ঘোষ বলেন তাদের দলের সর্বভারতীয় সভাপতির উপর আক্রমনের ঘটনায় কেন্দ্র যে তিন পুলিশ অফিসারকে ডেকে পাঠিয়েছেন। তারা নিজেরাই সে ডাকে সাড়া দিয়ে এ রাজ্য থেকে মুক্তি চাইছেন। আর দিদিমনি নাটক করছেন। নেতাদের এরাজ্যে আসাকে বহিরাগত বলে চায়ে পে চর্চায় প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ।
গংগারামপুরে চায়ে পে চর্চার আসরে সাংবাদিকদের করা নানান প্রশ্নের উত্তরে দীলিপ বাবু বলেন রাজ্যে খুন খারাপির পরিবেশ তৈরি করে তৃনমুল ভোটারদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে, যাতে মানুষ ভোট দিতে না আসে।পাশাপাশি তারা চাইছে এই পরিবেশ সৃষ্টি করে কেন্দ্র রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করুক যাতে তারা শহিদ হয়ে ভোটে ফয়দা তুলতে এসব চেষ্টা করছে তৃনমুল।আসলে তৃনমুল হেরে যাওয়ার ভয়েই এসব চালাচ্ছে বলে তিনি জানান।তিনি তৃনমুলের লোকসভার মুখ্য সচেতক কল্যান ব্যানার্জীকে জোকার হিসেবে আখ্যা দিয়ে বলেন রাজ্যে মা মাটি মানুষের যাত্রা পালা চলছে। সেই যাত্রা পালায় দুই জন জোকার আছে, একজন মোটা জোকার আরেকজন পাতলা জোকার, উনি সেই পাতলা জোকার।পাশাপাশি তার দাবি মুকুল বাবু সহ অনান্যরা রাষ্ট্রপতি শাসন চাইলেও তার দলের কর্মী ও জনগনের উপর ভরসা আছে তাই ভোটের মধ্যমেই বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে।তৃনমুলের নেতা রাজীব ব্যানার্জী ও পার্থ চ্যাটার্জীর বৈঠক প্রসঙ্গেও তিনি বলেন ওখানে কোন ভাল লোক থাকতে পারবে না, তার দলের দরজা সবার জন্য খোলা রয়েছে বলে তিনি জানান।পাশাপাশি তিনি দাবি করেন ভোটের আগেই সমস্ত ভারতে বসবাসকারি হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান করা হবে।এও দাবি করেন দক্ষিন দিনাজপুর জেলার ৬ টি বিধানসভা আসনের পাশাপাশি উত্তরবঙ্গে ৫০ টি আসন সহ ২০০ টির বেশি আসনে বিজেপি জয়লাভ করে রাজ্যে পালাবদল ঘটিয়ে ক্ষমতায় আসবে বলে জানান।
এদিকে কুয়াশা ঘেরা সাত সকালে বিজেপির রাজ্য সভাপতির চায়ে পে চর্চার আসরে ভালই জনসমাগম লক্ষ করা গেল।
Home জেলা