গঙ্গায় ভাসছে কোভিড দেহ,আতঙ্কে না গঙ্গার পরিশ্রুত পানীয় জলে।
খবরের শিরোনামে এখন উত্তরপ্রদেশের গঙ্গাতট।বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যম এবং পত্র-পত্রিকাতে উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খন্ড থেকে করোনা আক্রান্ত মৃতদেহ গঙ্গায় ভেসে আসতে দেখা যায়।যদিও পশ্চিমবঙ্গ সরকার মালদা,মানিকচকের কাছে কড়া নজরদারি রেখেছে। কোনভাবেই কোভিড আক্রান্তদের দেহ গঙ্গায় ভেসে রাজ্যে প্রবেশ করতে না পারে,দিনরাত পাহাড়ায় রয়েছে পুলিশ।একদিকে যেমন গঙ্গা থেকে পরিশ্রুত জল কল্যাণী শহর সহ হরিণঘাটা ব্লক, হরিণঘাটা পৌরসভার পানীয় জলের সরবরাহ রয়েছে।অপরদিকে,মৃতদেহ ভেসে আসার আতঙ্কে অনেকেই ওই পানীয়জল খেতে চাইছেন না। বাজার থেকে পানীয় জল কিনে খাচ্ছেন।এমনকি গঙ্গার মাছ খেতেও ভয় পাচ্ছেন।নদীয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ চঞ্চল দেবনাথ এই বিষয়ে জানান,এ ব্যাপারে হরিণঘাটা ব্লক আধিকারিকের সঙ্গে এবং মহকুমা শাসকের সঙ্গে কথা বলেছেন তিনি। সচেতনতা প্রচার করা হবে গুজবে কান না দিয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে।গঙ্গার পরিশ্রুত জলে কোন সংক্রমণের আশঙ্কা নেই এটাও জানিয়েছেন তিনি।