গঙ্গা থেকে উদ্ধার এক যুবতীর মৃতদেহ

গঙ্গা থেকে উদ্ধার এক যুবতীর মৃতদেহ

রঘুনাথগঞ্জ থানার বৈকন্ঠপুরে এলাকার ঘটনা । গঙ্গাঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই বোন সেই দুই বোনের মধ্যে এক বোনের দেহ উদ্ধার হলে আরেক বোন এখনো নিখোঁজ । ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। নিখোঁজ দুই কিশোরীর নাম মিলি খাতুন ও ঝিলিক খাতুন। পরিবারের সঙ্গে দুই বোন রাণীনগর গ্রামে মামার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। গত রবিবার দুপুরে স্নান করতে নামলে, ওরা দুই বোন নদীতে তলিয়ে যায় ভরা গঙ্গায়। সেদিন থেকে ডুবুরি নামিয়ে বহু খোঁজাখুঁজি করার পরেও মেলেনি দেহ, অবশেষে বুধবার গঙ্গায় তলিয়ে যাওয়া স্থান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে নদী থেকে ভেসে ওঠে ঝিলিক খাতুনের দেহ আরেক বোন মিলি খাতুনের দেহ এখন পর্যন্ত নিখোঁজ তার খোঁজে তল্লাশি চলছে । ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − twelve =