গঙ্গা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার।
গতকাল সন্ধ্যা নাগাদ ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সুতি থানার নয়া বাহাদুরপুর এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম মনোজ ঘোষ(৩৮)। তার বাড়ি নূরপুর এলাকায়। জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি বুধবার দুপুরে গঙ্গায় স্মান করতে গিয়েছিল। তারপরেই কার্যত খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। বুধবার সন্ধ্যা নাগাদ গঙ্গার ধারে দেহ দেখতে পান স্থানীয় চাষিরা। বিষয়টি নজরে আসতে খবর দেওয়া হয় সুতি থানার পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।