গতকালও বারুইপুর থানার পুলিশ উদ্ধার করে পাঁচটি বেআইনী আগ্নেয়াস্ত্র সহ বারো জন দুষ্কৃতী।
গতকালও বারুইপুর পুলিশ জেলা জুড়ে চললো তল্লাশি এবং নাকা। উদ্ধার পাঁচটি বেআইনী আগ্নেয়াস্ত্র সহ বারো জন দুষ্কৃতী। বিভিন্ন থানার স্পেসিফিক কেসে মোট ধৃত ৩৭ জন। প্রিভেনটিভ এরেস্ট মোট ১৬১ জন। জামিন অযোগ্য ওয়ারেনট এরেস্ট ২৪ জন। গোপন খবর পেয়ে পুলিশি তল্লাশি চালিয়ে জীবনতলা থানার ঘুটিয়ারি ফাঁড়ি ধরলো পাঁচ দুষ্কৃতীকে সাথে উদ্ধার একটি বেআইনী আগ্নেয়াস্ত্র। বানচাল হলো ডাকাতির ছক। ওদিকে তল্লাশি চালিয়ে বাসন্তী, ক্যানিং, কুলতলি এবং গোসাবা থানা এলাকাতে উদ্ধার আরো চারটি আগ্নেয়াস্ত্র।