গতকাল অজ্ঞাতপরিচয় যুবকের খুনের ঘটনা কিনারা করল পুলিশ, গ্রেফতার দুই বন্ধু
গতকাল সাত সকালে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে ছিল মালদহের পুরাতন মালদা ব্লকের সাহাপুর বাইপাস রোডের মাধাইপুর লক্ষ্মীপাথার এলাকায়। অবশেষে মালদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করেন। আর তদন্তের পরই পুলিশ জানতে পারেন মৃত ওই যুবকের বাড়ি পুরাতন মালদা থানার চালসা পাড়া এলাকায়। এদিকে, ওই যুবকের মৃত্যুর খবর শুনতে পেয়ে পরিবারের লোকজনের কান্নায় ভেঙে পড়েন এবং অবশেষে মালদা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে, মৃত যুবকের মা জানিয়েছেন, এলাকার দুই বন্ধু মিলে তার ছেলেকে প্রাণে মেরে প্রমাণ লোপাটের জন্য বাইপাসের ধারে ফেলে রেখেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম মহঃ ইব্রাহিম, বয়স আনুমানিক ২২, বাড়ি মালদা থানার চালসা পাড়া এলাকায়। অভিযুক্ত দুই বন্ধু টিংকু শেখ ও ফিরোজ শেখ তাদের বাড়ি মালদা থানার বিভিন্ন এলাকায়। অন্যদিকে, পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুই যুবককে বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে এবং আর এর সাথে আরও কে বা কারা জড়িত জড়িত রয়েছে এ নিয়েও পুলিশ জিজ্ঞাসাবাদ করেন। অন্যদিকে, সোমবার অভিযুক্ত দুই যুবককে পুলিশি হেফাজতে সাতদিন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করেন।