ভাঙড়: ওয়াকাফ বিল বাতিলের দাবিতে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভার সোনপুর বাজার এলাকায়। পুলিশ গাড়ি ভাংচুর পুলিশকে মারধরের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনার পর এক অ্যাকশান মুডে দেখা যায় কলকাতা পুলিশকে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করা হয়। গতকালকের ঘটনার পর আজও থমথমে পরিস্থিতি রয়েছে সোনপুর বাজার এলাকায়। অপ্রীতিকর ঘটনা হারানোর জন্য সকাল থেকে মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সোনপুর বাজারের পরিস্তিতি । আতঙ্কের পর দোকানপাট খুলে ফেলছেন দোকানদাররা ।জানা যাচ্ছে গতকালের ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ।ভাঙড়ের এই ঘটনাকে কেন্দ্র করে মোট পাঁচটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলার রুজু করা হয়েছে। অভিযুক্তদের মঙ্গলবার বারুইপুর মহকুমার আদালতে পেশ করা হচ্ছে। প্রসঙ্গত,সোমবার কলকাতার রামলীলা ময়দানে একটি প্রতিবাদ কর্মসূচি ছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই কর্মসূচিতে যাওয়ার সময় পুলিশ তাঁদের গাড়ি আটকে দেয়। এর পরেই ক্ষোভ এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।
সোমবার দুপুরের ওই ঘটনার পর থেকেই পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। অভিযুক্তদের খোঁজে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু হয়। রাতে কলকাতা পুলিশের তরফে সমাজমাধ্যমে জানানো হয়, ভাঙড়ের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় জড়িত দু’ষ্কৃতীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলাও দায়ের করা হয়েছে। সাধারণ মানুষকে কোনও রকম গুজবে কান না-দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে, মিথ্যা তথ্য ছড়ালে কড়া আইনি পদক্ষেপ করা হবে।স্থানীয় সূত্রে খবর, পুলিশের অন্তত পাঁচটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ইট মেরে ভাঙা হয়েছে কলকাতা পুলিশের গাড়ির কাচ। ভাঙচুর চালানো হয়েছে পুলিশের প্রিজ়ন ভ্যানেও। ভাঙচুরের পর সেটি রাস্তায় উল্টে দেওয়া হয়েছে।