গত বছর আমফানে তছনছ, এবার যশের আতঙ্কে সুন্দরবন।

গত বছর আমফানে তছনছ, এবার যশের আতঙ্কে সুন্দরবন।

ঠিক এক বছর আগে এইদিনেই সুন্দরবনের বুকে আছড়ে পড়েছিল বিধ্বংসী ঝড় আম্ফান।তছনছ করে দিয়েছিল গোটা সুন্দরবন সহ শহরতলীর একটি বড় অংশ।সেই ঝড়ে আজও ঘরছাড়া বহু মানুষ।সেই আমফানের ক্ষত সেরে উঠতে না উঠতেই আবার ‘যশ’ এর আতঙ্কে প্রহর গুনছে সুন্দরবনের মানুষ।এই দিনেই ঠিক এক বছর আগে দুপুরবেলায় আঁছড়ে পড়েছিল আমফান।সময় যত গড়িয়েছে ভয়াবহ রূপ নিয়েছিল সুন্দরবন সহ শহরের একটি বড় অংশে।ঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার।কয়েক মিনিটের ঝড়ে তছনছ করে দিয়েছিল কয়েকশো গ্রাম।সে দিনের অভিজ্ঞতা কথা জানালো স্থানীয় যুবক প্রশান্ত সদ্দার।তিনি জানান, আমফানের নোনা জল ঢুকে চাষের জমি শেষ।আজও পর্যন্ত চাষাবাদ শুরু করতে পারেননি।সরকারের দিকে মুখ চেয়ে রয়েছে।প্রভাব পড়েছিল সুন্দরবনের পর্যটন ব্যবসাতেও।এবার স্মৃতি উস্কে যশ এর আতঙ্কে দিন গুনছে সুন্দরবন।না জানি কি লেখা আছে তাদের ভবিতব‍্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =